সাতক্ষীরায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২৫টি মামলা

পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ ঘণ্টায় জেলাব্যাপী পরিচালিত অভিযানে ২৫টি মামলায় ১৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে ৬টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে এসব মামলা করা হয়।

জানা গেছে, শুক্রবার(১৭ এপ্রিল)সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে তালা উপজেলায় ২টি মামলায় ১হাজার টাকা, দেবহাটা উপজেলায় ৭টি মামলায় ২হাজার২শ টাকা, শ্যামনগর উপজেলায় ৬টি মামলায় ৪হাজার৯শ টাকা, আশাশুনিতে ৩টি মামলায় ১হাজার১শ টাকা এবং জেলা প্রশাসনের ১০টি মামলায় ৬হাজার৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র।

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে এখন পর্যন্ত মোট ১হাজার৯শ৪৮টি মামলায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/মোআ

আরও পড়ুন...