পিবিএ,যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিল্প উৎপাদন ও প্রকৌশল (আইপিই) বিভাগ তাদের নিজ বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে দুর্ভোগে পড়া ১৩ শিক্ষার্থীর পরিবারকে প্রথম ধাপে এই আর্থিক সাহায্য পাঠানো হয়েছে।
অন্য সব প্রতিষ্ঠানের মত বন্ধ রয়েছে দেশের সকল প্রতিষ্ঠানও। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিউশনি করিয়ে নিজের ও নিজের পরিবারের ভরনপোষণ ও খরচ নির্বাহ করতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ভাটা পড়েছে তাদের একমাত্র এই উপার্জনের মাধ্যমে।এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানোর জন্য ফান্ড গঠন করতে উদ্যোগ নেয় আইপিই বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান ও প্রভাষক তাজিম আহমেদ।
আইপিই বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আর্থিক অনুদানে গঠিত এ তহবিল থেকে দুর্ভোগে পড়া প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে প্রথম ধাপে ২০ দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমপরিমাণ আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।
ফান্ডের সমন্বয়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান বলেন, “মানুষ হিসাবে আমাদের সবারই দায়িত্ব আছে। অনেক শিক্ষার্থীই টিউশনি করে চলত, অনেকের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। করোনাকালীন এই দুর্যোগের সময় আমরা যদি তাদের পাশে না দাড়ায় তাহলে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব অসম্পূর্ণ থেকে যায়। আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এ সাহায্য প্রদান প্রক্রিয়া অব্যহত থাকবে বলে জানান তিনি।”
শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক শিক্ষার্থী সহায়তা ফান্ড সমন্বয়কারী শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, “আগামীতে এসব শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য বিষয়েও আইপিই বিভাগ ও যবিপ্রবি ব্যবস্থা গ্রহন করবে।”
পিবিএ/মোসাব্বির হোসাইন/এমএসএম