করোনা-কালে পিকনিক করতে গিয়ে জরিমানা গুনলেন ১০ হাজার

পিবিএ,হাটহাজারী : বর্তমান করোনা মহামারির কঠিন পরিস্থিতিতে চট্টগ্রামের হাটহাজারীতে একটি পিকনিকের আয়োজন চলছিল ।
শুক্রবার(১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এমন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালান করেন।
এ সময় ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন,উপজেলার পূর্ব ধলই বাবুল নামে
এক ব্যাক্তি তার বাড়ির পাশে এই আয়োজন করেন। তার কাছে জানতে চাইলে সে পিকনিক চলছে বলে জানান।এ ধরনের ঘটনা যাতে আর না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন তিনি।

পিবিএ/ মোহাম্মদ হোসেন

আরও পড়ুন...