ধামরাইয়ে লকডাউনেই চলছে খুঁড়াখুঁড়ি, এলাকায় সংক্রমণের আতংক

পিবিএ, ধামরাই : ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে লকডাউনের মাঝেই রাস্তা নির্মাণের কাজ চলছে। বাহির থেকে শ্রমিক আসা যাওয়া করায় এলাকাবাসী করোনা বিস্তারের আতংকে আছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু প্রভাব খাটিয়ে এভাবে কাজ করাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন, তবে খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে পিবিএ’কে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে লকডাউনের মাঝেই রাস্তা নির্মানের কাজ চলছে। রোয়াইল উচ্চবিদ্যালয়ের পেছনে বেকু দিয়ে প্রতিদিন মাটি খুড়াখুড়ির কাজ চলে। প্রতিদিন অন্য এলাকা থেকে শ্রমিক কাজ করতে আসে। যে কারনে এলাকাবাসীর মাঝে করোনা ভাইরাস সংক্রমণের আতংক কাজ করছে। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বলেও কোন প্রতিকার পাচ্ছে না। বরং চেয়ারম্যান প্রভাব খাটিয়ে কাজ করছেন।

চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পিবিএ/মোআ

আরও পড়ুন...