মাদারীপুরে ফোন দিলেই ১ বস্তা চাল পৌছে দেয়া হয়


পিবিএ, মাদারীপুর: তার মুঠোফোন নাম্বার ০১৭১২৮৫৪৯৬৫ তে ফোন দিলেই বাড়িতে ২৫ কেজির ১ বস্তা চাল পৌছে দেয়া হয়। নিরবে নিভৃতে মানুষের জন্য এমন সেবা দিয়ে যাচ্ছেন মাদারিপুর জেলা পরিষদের সদস্য সামসুল আলম নান্নু মাতুব্বর নামে এক আওয়ামী লীগ নেতা।

সামসুল আলম জানান, তিনি জেলা পরিষদের একজন নির্বাচিত সদস্য। এ পর্যন্ত জেলা পরিষদ থেকে মাসিক ২৫ হাজার টাকা করে ৩৯ মাসের সম্মানীবাবদ মোট ৯ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছেন। প্রথম থেকেই তার ইচ্ছা ছিল এই সম্মানীর টাকা নিজে খরচ না করে, জনকল্যাণে বিলিয়ে দিবেন। এর মধ্যে বিভিন্ন সময় সামাজিকভাবে ৩ লাখ ৭৫ হাজার টাকা খরচ করা হয়। বাকী ৬ লাখ টাকার সঙ্গে ব্যক্তিগত আরও ২ লাখ টাকা দিয়ে ২০ টন চাল কিনে রাখা হয়েছে। সেই চাল মধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। বিশেষ এমন অনেক মানুষ রয়েছে যারা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ঐসব মানুষদের সহায়তার কথা বলেছেন। তাদের কথা চিন্তা করে তার মোবাইল নাম্বার অনেকের কাছে দেয়া আছে। মোবাইলে যোগাযোগ করলেই লোক মারফত চাল বাড়িতে পৌছে দেয়া হয়।

সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে, খাদ্য ও সচেতনতাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেক মধ্যবিত্ত পরিবার আছে, যারা ঘর থেকে বের হয়ে কারো কাছে হাত পেতে চাইতেও পারেনা এবং কিছু বলতেও পারছে না, অসহায় জীবন জাপন করছেন, যার কারনে এই দুঃসময়ে তারা পড়েছে চরম বিপাকে।

তিনি গত ২ সপ্তাহ যাবৎ নীরবে-নিভৃতে সেইসব মানুষের সহায়তায় ব্যতিক্রমী কাজটি করে যাচ্ছেন। অসহায় কোন মানুষের ফোন পেলেই পিকআপ বা মোটরসাইকেলে একজন কর্মী বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ২৫ কেজির ১ বস্তা করে চাল।

 

তিনি আরো বলেন, এটা ত্রাণ নয় এবং প্রচারের জন্যও নয়। এটা আমার পক্ষ থেকে উপহার। তাই যাদের এই চাল দেয়া হচ্ছে তাদের ছবি তোলা নিষেধ এবং পরিচয়ও গোপন রাখা হচ্ছে। প্রয়োজনে আরো ২ লাখ টাকার চাল তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।

পিবিএ/আরিফুর রহমান/মোআ

আরও পড়ুন...