করোনাভাইরাস পরীক্ষা

তৃতীয় দিনেও চার জেলা থেকে ৪৬ নমুনা এসেছে যবিপ্রবিতে

পিবিএ,যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে রবিবার তৃতীয় দিনেও করোনাভাইরাস পরীক্ষার জন্য ৪৬ টি নমুনা এসে পৌছেছে। বৃহত্তর যশোরের চার জেলার ( যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল) সিভিল সার্জন এ নমুনা সরবরাহ করেন।

এর মধ্যে যশোরের (২৪), ঝিনাইদহের (১৪), মাগুরার (৫) ও নড়াইলের (৩) টি নমুনা আজ বিকালে যবিপ্রবির জিনোম সেন্টারে এসে পৌছেছে। নমুনাগুলোকে পরীক্ষার জন্য তৈরী করা হয়েছে, আশা করি সময়মত সঠিক ফলাফল পাবো। আজ রবিবার রাতে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এই তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ আরও জানান, নমুনা পরীক্ষা সম্পন্নের পর সোমবার সকালে ফলাফল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে। গত দুইদিন শুক্রবার ও শনিবারে মোট ৬০টি নমুনা পরীক্ষা করা হয় যবিপ্রবির জিনোম সেন্টারে এবং সবকয়েকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে, কোনো নমুনাতেই করোনাভাইরাস শনাক্ত হয়নি।

পিবিএ/মোসাব্বির হোসাইন/এমএসএম

আরও পড়ুন...