পিবিএ,মেহেরপুর: বাংলাদেশ ক্রিকেটের জাতীয়দলের খেলোয়াড় ইমরুল কায়েস-এর বাবা বনি আমীন ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
রোববার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বনি আমীন মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে উজুলপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্র জানায় মাসখানেক আগে বনি আমীন নিজ গ্রাম উজুলপুর থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। তিনি মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজের কাছে পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান হেলিকাপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। প্রায়ই ১ মাস চিকিৎসা নেয়ার পর তিনি মারা যান।
বনি আমীনের জানাজায় অংশগ্রহণ করেন তার ছেলে ক্রিকেটার ইমরুল কায়েসসহ বিভিন্ন এলাকা থেকে আগত সীমিত মুসলিম।
জানাজা যেনো লোক সমাগম বেশি না হয়। সে জন্য আগেই মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নির্দেশে সর্তকতামূলক প্রচার করা হয়।
পিবিএ/সাহাজুল সাজু/এমএসএম