পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার গবরাপাড়া গ্রামে বুধবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সাতটি পানের বরজ পুড়ে গেছে।
জানা গেছে, গবরাপাড়া স্কুল পাড়ার পান চাষী আব্দুস সালাম, হবিবর, ইউনূস, কুদ্দুস, লাভলু, তৈয়বুর রহমান সহ মোট ৭ জন একই জায়গায় পান চাষ করেন। হটাৎ কয়েকজন দেখতে পায় পানের বরজ দিয়ে ধুয়া উড়তে। কাছে যেয়ে দেখে পানের বরজে আগুন। এতে চিৎকার করলে আরো কয়েকজন জড়ো হয়ে পানি দিতে থাকে। এর মধ্যে আগুন নেভাতে সক্ষম হলেও ৭ টি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
বরজ পুড়ে যাওয়া বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুর রহিম বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই সাতটি বরজই পুঁড়ে যায়। যার ক্ষয়ক্ষতি পরিমান ১৫ লক্ষ টাকা। ধারনা করা হচ্ছে বিড়ির আগুন থেকেই পানের বরজে আগুন লেগেছে।
পিবিএ/এসএ/এফএস