ঝিনাইদহে কলেজ ছাত্রের চুল কাটলো ইউএনও

zinaidah
ফেসবুকের নেশায় বুদ হয়ে থাকা সোহেল রানা ও হৃদয় অধিকারী

পিবিএ, ঝিনাইদহ: স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে ফেসবুকের নেশায় বুদ হয়ে থাকা সোহেল রানা ও হৃদয় অধিকারী নামে দুই ছাত্রকে মঙ্গলবার সদর উপজেলা পরিষদের পুকুর ঘাট থেকে ধরে অভিভাবকের কাছে সোপর্দ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে মাথার বড় বড় চুল কাটিয়ে ছোট করে দেয়া হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, মাথায় বড় বড় চুল, ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে শিশুকুঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা ও হামদহ ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন অধিকারীর ছেলে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ছাত্র হৃদয় অধিকারী ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়ে বুদ হয়ে ছিল।

অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নন্দিত এ উদ্যোগে খুশি হয়ে বলেন, দুই ছাত্র তাদের কথা শোনে না। সোহেল রানা ও হৃদয় অধিকারী আর কোনদিন স্কুল ও কলেজ ফাঁকি দেবেন না বলে মুচলেকা দেন।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...