পিবিএ, গাজীপুর : এবার যুবলীগও ধান কাটায় হাত লাগিয়েছে। গাজীপুর মহানগর যুবলীগ আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল নিজেই কৃষকের ধান কাটাতে লাগলেন।
রাসেল সরকার আজ শুক্রবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীপুর সিটির ২৪ নম্বর ওয়ার্ডে ভানুয়া গ্রামের কৃষক শাহজাহানের এক বিঘা জমির ধান কাটেন।
এই ধান কাটার দৃশ্য কৃষক শাহাজাহানের চোখে বিশ্বাস হচ্ছিল না। তিনি ফ্যাল ফ্যাল করে দেখছিলেন, সুঠাম দেহের কয়েকজন যুবক তার জমিতে ধান কাটছে।
তিনি পিবিএকে বলেন, যারা সোনার চামচ মুখে জন্ম নিয়ে কোন দিন বাজারের থলেও হাতে করে আনেন না। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ডাকে সারা দিয়ে ক্ষেতে ধান কাটতে নেমেছে। আল্লাহ প্রধানমন্ত্রীকে অনেক দীর্ঘ হায়াত দান করুন।
মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে সারাদেশের ন্যায় গাজীপুরে ছাত্রলীগ- কৃষকলীগ- স্বেচ্ছাসেবকলীগ শুরু থেকেই কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিচ্ছে।
সরজমিনে দেখা গেছে, ভানুয়া গ্রামের জনৈক কৃষক শাহজাহানের ক্ষেতে পাকা ধান কাটছেন। নগর জীবনে অভ্যস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজেদের কষ্ট স্বীকার করেও কৃষকের পাশে দাড়িয়েছেন। এলাকার আশপাশের মানুষ এই দৃশ্য দেখে যারপর নাই অবাক। যে সব নেতাদের তারা মঞ্চে বক্তব্য দিতে দেখতে অভ্যস্ত। তারাই কৃষকের ধান কাটছে।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই নেতাকর্মীরা ধান কাটার কাজ করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খানও ধান কেটে কৃষককে সহযোগীতার কথা বলেছেন। তাদের নির্দেশে আজ তিনি নিজেও শাহাজাহানের জমিতে ধান কাটলেন।
তিনি আরও বলেন, ইতমধ্যে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডে যুবলীগ নেতাকর্মীরা ধান কাটছে। যতদিন কৃষকের জমির ধান ঘরে তুলা শেষ না হবে ততদিন এই কর্মসূচী অব্যহত থাকবে।
পিবিএ/মোহাম্মদ আলম