পিবিএ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে প্রেমিকা সোনিয়া খাতুন প্রেমিক নাজমুল গাজীর বাড়িতে গিয়ে অনশন করে।
প্রেমিকা সোনিয়া খাতুন জেলার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের মো. সাহিদ গাজীর মেয়ে। অন্যদিকে প্রেমিক নাজমুল গাজী সে একই গ্রামের মকবুল গাজীর ছেলে।
অনশনের ব্যাপারে প্রেমিকা সোনিয়া খাতুন জানান, নাজমুলের সাথে তার দীর্ঘ ২ বছরের প্রেমের সর্ম্পক। এরই মধ্যে গত তিন মাস আগে অন্য আরেকটি ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেয় পরিবার।
কিন্তু কথায় বলে প্রেম মানে না কোনো বয়স, জাত, কুল। আর সেই কথারই প্রমাণ দিতে গিয়ে বিয়ের পরেও নাজমুলের সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখে সোনিয়া। চলতে থাকে তাদের যোগাযোগ কথোপকোথন।
কিছুদিন আগে নাজমুল সোনিয়াকে বলে তুমি স্বামীর ঘর ছেড়ে চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো। প্রেমিক নাজমুলের বিয়ের আশ্বাসে সোনিয়া স্বামীর সংসার ফেলে ছুটে চলে আসে তার কাছে।
এর পরেই ঘটে অঘটন। নাজমুল সোনিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কি আর করার, পরবর্তীতে সোনিয়া বাধ্য হয়ে নাজমুলের বাড়িতে গিয়ে উঠে। কিন্তু এর আগেই প্রেমিক নাজমুল যে বাড়ি ছেড়ে পালিয়েছে। অতঃপর সেখানেই বিয়ের দাবিতে অনশন শুরু করে সোনিয়া।
প্রেমিকা সোনিয়া জানায়, ‘যদি আমাকে নাজমুল বিয়ে না করে তবে আমি আত্মহত্যা করবো। এছাড়া আমার আর কোনো উপায় নেই।’
এ ব্যাপারে অভিযুক্ত প্রেমিক নাজমুল গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘তিনি সোনিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার স্বামীর ঘর থেকে নিয়ে আসেননি।’
অন্যদিকে প্রেমিকা সোনিয়ার বাবা সাহিদ গাজী জানান, প্রাথমিকভাবে এটার একটা সমাধান হচ্ছে। ছেলে পক্ষ মেয়ের দাবি মেনে নিয়েছে ও বিয়ে করবে বলে আশ্বস্ত করেছে। তবে এখনো বিয়ে হয়নি।
এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পিবিএ/জেআই