দুই লাখের কাছাকাছি করোনায় মৃতের সংখ্যা

পিবিএ ডেস্ক: বিশ্বজুড়ে গত চার মাস ধরে তাণ্ডব চালাচ্ছে প্রানঘাতী করোনাভাইরাস।চীণের শিল্প নগরী উহানকে এ মহামারীর উৎপত্তি বলা হলেও এর প্রকোপ এখন ইউরোপ – আমেরিকায়ই সবচেয়ে বেশি।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩১ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ৬ হাজার ৮৯৪ জন। বর্তমানে বিশ্বে ১৮ লাখ ৩৪ হাজার ১৫৫ জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৬৩২ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮, মারা গেছে ৫২ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। এছাড়া স্পেনে আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৪, মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯৯৪, মারা গেছে ২৫ হাজার ৯৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৮২৮, মারা গেছে ২২ হাজার ২৪৫ জন।

জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৯৯৯, মারা গেছে ৫ হাজার ৭৬০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৪৬৪, মারা গেছে ১৯ হাজার ৫০৬ জন।

তুরস্কে আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৯১২, মারা গেছে ২ হাজার ৬০০ জন। ইরানে আক্রান্ত ৮৮ হাজার ১৯৪, মারা গেছে ৫ হাজার ৫৭৪ জন।

চীনে আক্রান্ত ৮২ হাজার ৮১৬, মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। ব্রাজিলে আক্রান্ত ৫২ হাজার ৯৯৫, মারা গেছে ৩ হাজার ৬৭০ জন।

বেলজিয়ামে আক্রান্ত ৪৪ হাজার ২৯৩, মারা গেছে ৬ হাজার ৬৭৯ জন। কানাডাতে আক্রান্ত ৪৩ হাজার ৮৮৮, মারা গেছে ২ হাজার ৩০২ জন।

নেদারল্যান্ডসে আক্রান্ত ৩৬ হাজার ৫৩৫, মারা গেছে ৪ হাজার ২৮৯ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত ২৮ হাজার ৬৭৭, মারা গেছে ১ হাজার ৫৮৯ জন। সুইডেনে আক্রান্ত ১৭ হাজার ৫৬৭, মারা গেছে ২ হাজার ১৫২ জন। মেক্সিকোতে আক্রান্ত ১২ হাজার ৮৭২, মারা গেছে ১ হাজার ২৩৯ জন। আয়ারল্যান্ডে আক্রান্ত ১৮ হাজার ১৮৪, মারা গেছে ১ হাজার ১৪ জন।

ভারতে আক্রান্ত ২৪ হাজার ৪৪৭, মারা গেছে ৭৮০ জন। পাকিস্তানে আক্রান্ত ১১ হাজার ৯৪০, মারা গেছে ২৫৩ জন। বাংলাদেশে আক্রান্ত ৪ হাজার ৬৮৯, মারা গেছে ১৩১ জন।
পিবিএ/এএম

আরও পড়ুন...