পিবিএ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত ছিল। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষা পিছিয়ে মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে এবার পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এবারও আগের মতোই লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ৮০ নম্বর ও ভাইভায় বরাদ্দ থাকবে ২০ নম্বর।
জানা গেছে , এ পরীক্ষার জন্য অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা দিয়েছে ।
প্রবেশপত্র ডাউনলোড : আবেদনকারীরা www.dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ।
পিবিএ /এমআই