পিবিএ,ইবি: নোভেল করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মোঃ জায়েদ। গত ২০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে সে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সহপাঠী ও পরিবার সূত্রে জানা যায়, ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর জায়েদ তার নানা বাড়ি ঢাকার টিকাটুলিতে যায়। এসময় তিনি বিভিন্ন সংগঠনের সাথে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। পরে জায়েদের মামার করোনার লক্ষণ দেখা দিলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর জায়েদের নানার (৮০) একই লক্ষণ দেখা দিলে রিপোর্ট পজিটিভ আসে। এসময় ওই শিক্ষার্থীর জ্বর, সর্দি, কাশি হলে তা সেরে যায়। পরে কৌতুহল বশত করোনা টেস্ট করা হলে জায়েদ ও তার ছোট ভাইয়ের করোনা পজিটিভ আসে। বর্তমানে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই শিক্ষর্থী ও তার ছোট ভাই পাশাপাশি বেডে চিকিৎসাধীন রয়েছে।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজ বলেন, ‘আমি প্রতিনিয়ত খোঁজ রাখছি। বর্তমানে জ্বর, কফ এবং গলা ব্যাথা নেই, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
উল্লেখ্য, যায়েদেই করোনায় আক্রন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী। যায়েদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। সে তার পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড়। তার সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
পিবিএ/আহসান নাঈম/বিএইচ