বিমানবন্দরে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

নিহত
কাভার্ড ভ্যানের চাপায় নিহত ব্যাক্তি।

পিবিএ,ঢাকা: বিমান বন্দর ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে নিহত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির পরনে কালো কোট প্যান্ট ও কালো জুতা পায়ে ছিল। বুধবার(৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

এ সময় কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্টো -ন ১৩২১৪৮) চালক পালিয়ে গেলেও উপস্থিত জনতা হেলপারকে আটক করে পুলিশে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত ব্যক্তি সড়কের পশ্চিম পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় খিলক্ষেত থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিলে। গাড়ীর নিচে জড়িয়ে ১০০ গজের মত দূরে তাকে টেনে নিয়ে যায় । পরে রক্তাক্ত অবস্থায় গাড়ির নিচে থেকে তাকে বের হলে সাথে সাথে তার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানসহ হেলপারকে বিমান বন্দর থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় নিহত ব্যাক্তির মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল।

পিবিএ/জেডআই

 

আরও পড়ুন...