“নতুনের আহব্বান”

“নতুনের আহব্বান”

কে আছো জোয়ান হও আগুয়ান
ধরিতে উতলা তরী
মিথ্যার আঁধার দুরে ঠেলিয়া
সত্যর মশাল ধরি।

যত অন্যায় অনাচার শাসন শোষণ
মানবে না’কো আর
সব অত্যাচারীর শৃঙ্খল ভেঙ্গে
আনবে অসহায়ের অধিকার।

কে আছো তরুণ হও আগুয়ান
শান্তির পতাকা হাতে
জুলুম নির্যাতন দুর করিবে
শান্তির কষাঘাতে।

খুন ধর্ষণ জ্বালাও পোড়াও
থাকবে না’কো আর
তুমি তরুণ তুমি নতুন
নিতে হবে এই ভার।

কে আছো নবীন হও আগুয়ান
ইসলামের ছায়াতলে
শক্তি ক্ষমতায় নয়’কো মুক্তি
মুক্তি ঈমান বলে।

কে আছো কাচা জেগে উঠো আজি
আল্লাহ ভগবান বলি
হিন্দু মুসলিম প্রভেদ ভুলিয়া
কাঁধে কাঁধ রেখে চলি।

কে আছো দয়াবান হও আগুয়ান
ধরিয়া অসহায়ের হাত
অসুখ দারিদ্র অবহেলায় দেখো
করছে দিনানিপাত।

কে আছো জোয়ান জেগে উঠো আজ
রুখিতে সকল দানব
তোমার মাঝেই লুকিয়ে আছে
সকল মুক্তির মানব।

তাইতো আর থেকোনা ঘুমে
উঠে পরো দানব রুখিতে
তুমি জাগলেই সকল মুক্তি
সুজলা এই ভূমিতে।

কে আছো নতুন হও আগুয়ান
ভাঙিতে রাত্রি নিঝুম
ধুয়ে মুছে সাফ করো আঁধিয়ার
থেকোনা নির্ঘুম।

 

লেখক: সুদীপ্ত মাহবুব

আরও পড়ুন...