সাতক্ষীরায় প্রথম করোনা পজিটিভ এক স্বাস্থ্যকর্মী


পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় প্রথম নভেল করোনাভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ফিরে এসেছেন যশোরের শার্শা উপজেলার মাহমুদুর রহমান সুমন নামে এক স্বাস্থ্যকর্মী।

তিনি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার বাসিন্দা। তার বাড়িসহ এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, শহরের উত্তর কাটিয়া এলাকার ঐ ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব এসিস্টেন্ট পদে চাকুরী করেন। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস ধরা পড়ায় শনিবার(২৫ এপ্রিল) তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
রবিবার(২৬ এপ্রিল) সকালে রিপোর্ট পাওয়া যায় করোনা পজেটিভ। ঐ স্বাস্থ্যকর্মী বাড়ি থেকে শার্শায় যাতায়াত করেন বলে জানা গেছে। তার বাড়িসহ এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে শনিবার(২৫ এপ্রিল) যশোরের শার্শা এলাকায় কোয়ারেন্টিনে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়ে। তিনি গত ২২ এপ্রিল ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরেন বলে জানা গেছে।

পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এমএ

আরও পড়ুন...