পিবিএ, পাবনা : বহুল আলোচিত পাবনা এলজিইডি’র প্রধান প্রকৌশলী এ কে এম বাদশা মিয়াকে এলজিইডির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।
তার বিরুদ্ধে করোনা ত্রানের নামে ঠিকাদারদের নিকট চাঁদাবাজী ও কাজ সম্পন্ন হওয়ার আগেই ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড়ের সষ্টি হয়।
এলজিইডির এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী মো: মতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এলজিইডির একটি সুত্র জানান, পাবনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি যোগদানের পর থেকেই ঠিকাদারদের দমনপীড়ন শুরু করেন। রাতারাতি কিছু ঠিকাদার তার খাস চামচা বনে যান। বিষয়টি এলজিইডির প্রধান কার্যালয়ও অবহিত ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি তদন্ত শেষে প্রধান কাযালয়ও এই সিদ্ধান্ত গ্রহন করেন।
তার বদলীর বিষয়টি বুঝতে পেরে গত এক সপ্তাহে কাজ সমাপ্ত হয়নি এমন অন্তত ১৫টি কাজের কয়েক কোটি টাকার বিল প্রদান করেছেন এই নির্বাহী প্রকৌশলী।
গত সপ্তাহে জিপিবিআরআইডিপি প্রকল্পের জেলার বেড়া উপজেলার কাজীশরিফপুর থেকে শ্যামপুর ক্যানেল সড়ক ভায়া বুলুন্দুর জিপিএস সড়ক উন্নয়ন কাজের বিল বাবদ ৪৮ লক্ষ টাকা প্রদান করেছেন।
যদিও ওই কথিত ত্রান তহবিল গঠনে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ঠিকাদাররা নিজ উদ্যোগেই ত্রাণ বাবদ অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।
পিবিএ/পাবনা/এমএ