পিবিএ,ডেস্ক: জার্মান বুন্দেসলিগা আগামী ৯ মে শুরু হতে যাচ্ছে। লিগে ২৫টি করে ম্যাচ হওয়ার পর করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায়। জার্মান লিগের বাকি ম্যাচগুলো মে’র প্রথম সপ্তাহ থেকে তাই শুরু হবে। তাদের দেখানো পথ ধরে এবার লিগ শুরুর প্রথম ধাপ শুরু করতে যাচ্ছে ইতালির ফুটবল লিগ সিরি আ’। তারা অনুশীলন শুরুর তারিখ ঘোষণা করেছে।
ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ শুরুর জন্য দেশটির প্রধানমন্ত্রী গুয়েসপে কন্তে আগামী ১৮ মে থেকে ক্লাবগুলোকে একসঙ্গে অনুশীলনে ফেরার জন্য বলেছেন। তবে তার জন্য কড়া কোয়ারেন্টাইনের শর্ত দেওয়া হয়েছে। দেশের এবং দেশের বাইরের যেসব ফুটবলার খেলবেন তাদের ১৪ দিন আগে কোয়ারেন্টাইনের শর্ত মেনে আলাদা অনুশীলন করতে হবে।
দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী ৪ মে থেকে পেশাদার ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করতে পারে। তবে তাদের আলাদা অনুশীলন করতে হবে এবং অবশ্যই ফাঁকা গ্যালারিতে।’
তিনি বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি। ইতালির সর্বোচ্চ লিগ সিরি আ’ ছাড়া সবকিছু কেমন অদ্ভূত লাগে। এখন তাই আমাদের যা দরকার, আগে অনুশীলন শুরু করতে হবে। এরপর খেলা শুরু করা যায় কি-না তা নিয়ে ভাবতে হবে।’
দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘আমরা আগামী ১৮ মে থেকে দলবন্ধ অনুশীলনের অনুমতি দেওয়ার কথা ভাবছি। তার আগে ক্লাবগুলোকে এই দুই সপ্তাহে খেলোয়াড়দের সুরক্ষায় তাদের নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।’
ইতালিতে মার্চের মাঝামাঝি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। দেশটিতে প্রতিদিন শত শত লোক প্রাণ হারাতে থাকে। তবে ১৪ মার্চের পর করোনায় দেশটির সবচেয়ে কম ২৬০ জন মারা গেছেন। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২৬ হাজার।
পিবিএ/এএম