সাংবাদিকের নেই কোন সু-রক্ষা ব্যবস্থাপনা

ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী: বর্তমান চলামান করোন ভাইরাস সংকটেও দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলা এবং ৩২৭ পৌরসভার সরকারী ও বেসরকারী সকল কার্যক্রমের তথ্য ও উপাথ্য নিয়ে সংবাদ সংগ্রহ করছে মাঠ পর্যায়ের সকল সাংবাদিক। কর্মরত সিংহভাগ সাংবাদিকরা স্বেচ্ছা সেবক হিসাবেই কাজ করে আসছে বিভিন্ন বে-সরকারী টিভি ও পত্রিকায়। এদেশের কোটি কোটি মানুষ নিজ গৃহে বসে উপভোগ করছে নানা রকম খবর। সাংবাদিকরা প্রতিদান চাচ্ছে না, কিন্ত তিরস্কারও আশা করে না।

অবজ্ঞানুভুতি নিয়ে দেশের সকল প্রান্তের গনমাধ্যম কর্মীরা তাদের দৈনন্দিন কাজ করেই যাচ্ছে। বর্তমান করোনা সংকটে সরকারী, বে-সরকারী, বিভিন্ন এনজিও সকল শ্রেনীর পেশাজীবিরা তাদের সর্বচ্ছ প্রচেষ্ঠায় করোনা মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কাজ করছে। যার সকল তথ্য ও উপাথ্য আইনার মত পরিস্কার করে ফুটিয়ে তুলে ধরছে সাংবাদিকরা।

আজ দেশের মুন্ত্রী, এমপি, সেনাবাহীনি, পুলিশ ও র‌্যাব মানুষের সেবায় নিয়োজিত। অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারা। প্রতিদিনের সকাল, সন্ধা, রাঁতের যে কোন সময় আইন শৃঙ্খলা বাহীনির কর্মকর্তা ও সদস্যগন ত্রান নিয়ে অবিরাম ছুটে চলছে ক্ষুর্ধাতদের মুখে খাবার তুলে দেয়ার জন্য। তখনও তাদের কর্মকান্ডের বাস্তব রুপ প্রচার করছে সাংবাদিক।

সৃষ্টির ইতিহাস স্বাক্ষ দিচ্ছে বিভিন্ন সময় সর্ব প্রথম মানবতার কলম নিয়ে এগিয়ে এসেছে সাংবাদিক। প্রতিদানে পেয়েছ তৃরস্কার, লঞ্চনা আর অবজ্ঞা। বর্তমান করোনা ভাইরাসের প্রতিটি সংবাদ বিশে^র প্রতিটি ঘড়ে পৌছে দেয়ার কাজ করছে ইল্কেট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অন লাইন সংবাদ মাধ্যম। প্রতিটি মিডয়ার সংবাদ কর্মীরা প্রতিযোগতা করছে প্রথম সংবাদটি তার প্রতিষ্ঠানের টিভি অথবা পত্রিকায় প্রচার হোক। ওই সাংবাদকি একটি মহুর্তের জন্যও ভাবেনি এই সংবাদের বিনিময়ে তার কি প্রাপ্তি হবে। তখন শুধু একটিই ভাবনা কাজ করে কি ভাবে ওই সংবাদটি পাঠকের পড়ার উপযোগি করা যায়।

সংবাদ প্রকাশের পর ওই সাংবাদিকের দীর্ঘ শ্বাস আর হাস্য উজ্জ্বল মুখ। দৃশ্যমান বিষয়ে উপর অদৃশ্যমান বিষয়ের নানা গোপন তথ্য, আকৃতি, সত্যতা প্রভৃতি নিয়ে কাজ করে একজন সাংবাদিক। পত্রিকার কার্যালয়ে বসে থাকা সম্পাদক, নিউজ ডেক্স ইন-চার্জ শুধু তদারতিকেই তার সম্পদনা। কিন্ত রোদ, বৃষ্টি, ঝড় আর কত নেতা, সরকারী, বে-সরকারী কর্মকর্তার হুমকি নিয়ে কাজ করছে মাঠ পর্যায়ের সাংবাদিক। বাস্তরুপ তার বিচিত্র উপহাস।

সংকটময় সময়ে টিভি ও পত্রিকার প্রতিষ্ঠান তাদের সহকর্মীদের সহযোগিতার সত ইচ্ছা থাকালেও সাধ্য হয়ে উঠেনা। তখনও কোন মুন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারী কোন অধিদপ্তর কর্তৃক সহযোগিতার স্বপ্ন দেখেনা সংবাদকর্মীরা। বাস্তব স্বাক্ষ দিচ্ছে করোনার সংকটে। দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলার সাংবাদিকরা পাচ্ছে না তাদের সন্মানী বা সহযোগিতা। দেশের সরকারের উপদেশ বানী, আর কিছু নেতা কার্মী, চেয়ারম্যান ও মেম্বারদের লঞ্চনা এবং উপহাসের পরিভাষা। তখনও সাংবাদিক করছে তার কাজ সু-রক্ষা ব্যবস্থাহীনতায়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...