চুয়াডাঙ্গায় উচ্চ ফলন শীল বোরো ধানে ব্লাষ্ট সংক্রমণ রোগ

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বোরধানে দেখা দিয়েছে ব্লাষ্ট সংক্রমণ রোগ। আক্রান্ত জমিতে আক্রান্ত রোধ করতে নানাধরণের পরামর্শ ও কীটনাশক ব্যবহার করেও মিলছে না তার প্রতিকার। বোরধান ঘরে না আসায় পরিবারের সদস্যদের বার্ষিক খাদ্যশস্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির অভিভাবকত যখন হিমশিম খাচ্ছে ঠিক সে সময়ে সরকারি ভাবে সরবরাহকৃত উচ্চ ফলন শীল জাতের ৮১, ৬৩ ও ২৮ জাতের ধানে দেখা দিয়েছে ব্লাষ্ট রোগ। সরকারি ভাবে সরবরাহকৃত ধানের বীজ লাগিয়ে এ ঘটনা ঘটায় বীজ লাগাতে উদ্যাক্তাকারীদের বিরুদ্ধে চাপাক্ষোভ বিরাজ করছে চাষীমহলে।

সূত্রে জানা গেছে, গত বছর চুয়াডাঙ্গায় বোর মোরসুমে বোর ধানের আবাদ হয়ে ছিলো প্রায় সাড়ে ৩৮ হাজার ৪৩ হেক্টর জমিতে। এর মধ্যে ৬৮ হেক্টর জমিতে ২৮ জাতের বোর ধানে ভাইরাস জনিত ব্লাষ্ট রোগ দেখা দেয়। চলতি বোর মরসুমে প্রায় অনুরূপ জমিতে বোর ধানের চাষ হলেও কত হেক্টর জমিতে ব্লাষ্ট রোগ লেগেছে তা নিরুপন করা যায়নি। প্রতি মরসুমেই সরকারি ভাবে তালিকা ভুক্ত কিছু চাষিদের মধ্যে বিনামূল্যে সার বীজ সহায়তা করা হয়ে থাকে। তারি ধারাবাহিকতায় চলতি বোরমরসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদের মধ্যে উচ্চ ফলন শিল ৮১, ৬৩ ও ২৮ জাতের ধান বীজ সরবরাহ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের ধানচাষি খোকন কর্মকার, সিরাজুল ইসলাম, আনছার আলীসহ, কয়েকজন চাষি অভিযোগ করে জানান, গত বছর ২৮ জাতের বোর ধানে ব্লাষ্ট ছত্রাক জনিত রোগ দেখা দেয়।

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর থেকে বলা হলো এ জাতের ধান এদেশে দীর্ঘদিন ধরে আবাদ হচ্ছে ফলে এর কার্যক্রম ক্ষমতা হারিয়ে ফেলেছে। যার কারণে ছত্রাক লেগেছে। তাই চলতি মোরসুমে সরকারি ভাবে এ এলাকার তালিকাভুক্ত চাষিদের মধ্যে ৮১, ৬৩ ও ২৮ জাতের উচ্চ ফলশীল জাতের ধান বীজ দেয়া হয়। সেই ধান বীজ জমিতে বীজতলায় চারা হিসাবে গড়ে তোলা হয়। ১ বিঘা জমিতে ধান লাগানোর জন্য ৮শ টাকা করে চারা (পাতো) নেয়া হয়। সবই চলছিলো ঠিক ঠাক, ধানের শীষে চাল ভারি হবার আগ মূহুর্তে শীষে পচন ধরেছে। আর অমনি শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে ধানের জমি। সকালে এক রকম দেখলে বিকালে জমিতে গিয়ে দেখচ্ছি অন্যরকম।

চাষিরা জানান, বছরে পরিবারের সদস্যদের খাদ্য নিশ্চিত করতে ১-২ বিঘা করে বোর ধানের চাষ করেছি। শেষ মুহুর্তে দেখছি ধানের জমির এ অবস্থা। সরকারি বীজ মানে তো মানসম্পন্ন বীজ। কৃষি কর্মকর্তাদের পরামর্শ এই জাতের ধান লাগিয়েছে। এখন দেখছি বিধি বাম ! চাষিদের ধানের জমির এ অবস্থা দেখে দায়িত্বরত উপসহকারি কৃষি অফিসার রফিকুল ইসলাম চাষিদের জমিতে জান এবং ধনের জমি পরিদর্শণ করেন। তবে সরকারি বীজে ধানের এ অবস্থার কোন সদোত্তর নেই।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান জানান, এটা কোন মাটি বা বীজের কারণে হয়নি। ব্লাষ্ট একটি ছত্রাক জনিত রোগ যা বাতাসে ছড়াই। আসলে বীজ তো আসে কৃষি গবেষণা খামার থেকে। গবেষকরা যে তথ্য আমাদেরকে জানায় আমারও চাষিদেরকে সে ভাবে পরামর্শ দেয় এবং আমদানিকৃত বীজ সরবরাহ করি। ৮১ জাতের ধানের বীজ ছিলো সর্বশেষ মানমন্মত বীজ। তবে, কি কারণে এমনটি হলো তা খতিয়ে দেখা হবে।
পিবিএ/সনজিত কর্মকার/এএম

আরও পড়ুন...