যবিপ্রবির পরীক্ষায় যশোরের আরও ১১ করোনা পজেটিভ শনাক্ত

JUST

মোসাব্বির হোসাইন,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৯ এপ্রিল বুধবার যশোরের ৬৫টি নমুনা পরীক্ষা করে ১১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

যবিপ্রবির জিনোম সেন্টারের পরিচালক ও উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, জিনোম সেন্টারের করোনা পরীক্ষায় আজকের করোনা পজিটিভ ১১ জনই যশোরের। এছাড়া ঝিনাইদহের ৩৩টি, নড়াইলের ৬টি ও মাগুরার ৯টি নমুনা সরবরাহ করে সিভিল সার্জনগণ। পরীক্ষায় সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ১১৩টি নমুনা পরীক্ষার মধ্যে ১১টি পজিটিভ এবং ১০২টি নেগেটিভ ফলাফল এসেছে।

যবিপ্রবির পরীক্ষায় আজ যশোরের ১১ জন সহ যশোরের মোট ৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো। করোনা সংক্রমন এড়াতে ইতোমধ্যে যশোর জেলাকে লকডাউন করেছে যশোর জেলা প্রশাসন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...