পিবিএ,ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনের দিনগুলোতে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য গুগল করে দিলো দারুণ সুযোগ। গুগল ডুয়ো অ্যাপে নতুন আপডেট সুবিধার মাধ্যমে এখন একসঙ্গে ১২ জন ভিডিও কলে কথা বলতে পারবে। এর আগে এই অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৮ জন যোগ হতে পারতো। টুইট বিষয়টি নিশ্চিত করেছেন গুগলের পণ্য ব্যবস্থাপনার জ্যেষ্ঠ পরিচালক শানাজ আহারি লেমেলসন।
টুইটে লেমেলসন বলেন, বিশ্বব্যাপী ব্যবহারকারীদেরকে প্রিয় মানুষের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করছে ডুয়ো। এ মূহূর্তে গ্রুপ কলিংয়ের গুরুত্বটা আমরা বুঝতে পারছি। গ্রুপ কলিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যা আমরা আট জন থেকে ১২ জন করেছি।
গুগল ছাড়াও প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও কলিং, গ্রুপ কলিংয়ের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, গ্রুপ চ্যাটিংয়ে অ্যাপলের ফেইসটাইমে একসঙ্গে ৩২ জন, স্কাইপে ৫০ জন এবং জুমের বিনামূল্য সংস্করণে ১০০ জন কথা বলতে পারে। আর হাউজপার্টি অ্যাপের মাধ্যমে গ্রুপ কলে সর্বোচ্চ আট জন পর্যন্ত কথা বলা সম্ভব হয়।
পিবিএ/এএম