পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতিকালে দুই ডাকাতকে গণ পিটুনী দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা ডাকাতরা হলো, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের বাবুল শেখের ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (৪৫) ও একই গ্রামের এসকেন ফরিকেরর ছেলে বাশার ফকির (৪০)।
বৃহম্পতিবার দুপুরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহম্পতিবার ভোর রাতে ৭-৮ জনের স্বসস্ত্র একদল ডাকাত দিকনগর গ্রামের আবুল কালাম হাওলাদেরর বাড়ীতে হানা দেয়। ডাকাত দলের সমসদ্যরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে।
এসময় তাদের চিৎকারে গ্রামবাসী টের পেয়ে বাড়ী ঘোরাও দিয়ে দুই ডাকাত সদস্য দ্বীন ইসলাম ওরফে দিনু ও বাশার ফকিরকে আটক করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পরে আটককৃত দুই ডাকাত সদস্যকে গণ পিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতদের গ্রেফতার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্য দ্বীন ইসলাম ওরফে দিনু ও বাশার ফকিরের নামে মুকসুদপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
পিবিএ/ইএইচকে