সাতক্ষীরায় বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা


পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনাভাইরাস(কোভিড-১৯)সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় না রাখা,সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে জেলা ও উপজেলা পর্যায়ে গত ২৪ ঘণ্টায় ২২টি মামলায় ২ জন ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল পর্যস্ত এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ২টি মামলায় ১ হাজার ৪শ’ টাকা, শ্যামনগর উপজেলায় ৪টি মামলায় ১৫ হাজার টাকা, আশাশুনিতে ৫টি মামলায় ৭ হাজার টাকা, কলারোয়া উপজেলায় ১টি মামলার ৩শ’ টাকা এবং জেলা প্রশাসনের ৬টি মামলায় ২২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, জেলাব্যাপী ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বক্ষণিক মাঠে রয়েছে। জেলায় করোনা প্রতিরোধে এ পর্যন্ত ২ হাজার ২শ’১৫টি মামলায় ২ হাজার ১শ’১৪ জন ব্যক্তি ও ১শ’১টি প্রতিষ্ঠানকে ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা জরিমানা করা হয়েছে।

পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এমএ

আরও পড়ুন...