প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে মালয়েশিয়া প্রবাসীদের অভিনন্দন

পিবিএ,ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে দায়িত্ব দেয়ায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। তিনি এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়। আদেশের পর মালয়েশিয়া প্রবাসীরা নতুন সচিবকে অভিনন্দন জানিয়েছেন।

প্রবাসীরা বলছেন, বিশ্ব যখন করোনাভাইরাস নিয়ন্ত্রণে টালমাটাল। এ সংকটময় মুহূর্তে নতুন সচিব দায়িত্ব পেলেন। নতুন সচিব তার মেধা দিয়ে প্রবাসে থাকা কর্মীদের সংকট উত্তোরণে কাজ করে যাবেন এ প্রত্যাশা প্রবাসীদের।

এদিকে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গেল বছরের ২৪ সেপ্টম্বর সচিব হিসেবে এই মন্ত্রণালয়ে যোগ দেন মো. সেলিম রেজা। এর আগে তিনি বিএমইটির মহাপরিচালক ছিলেন।
পিবিএ/এএম

আরও পড়ুন...