ঈদে বাজারে আসবে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

পিবিএ,ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বাজারে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথমে সরবারহ করা হবে ২৫ হাজার কোটি টাকার নোট। প্রয়োজন হলে পরে আরো পাঁচ হাজার কোটি টাকার নোট ছাড়া হবে।

সারা বছরই সাধারণত নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হয়। এ বছর করোনার সংকটে বাজারে নতুন টাকার চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হবে।

এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। ২০১৯ সালের ঈদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন করে ৩০ হাজার কোটি টাকা সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারাবছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে বেশি নতুন নোট ছাড়া হয়।

এবার ২০০ টাকার নোট বেশি চাহিদা থাকবে বলেও জানান তিনি।

ব্যাংকের তথ্য মতে, বর্তমানে দেশে প্রায় এক লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত আছে। সাধারণত কাগজের নোটের চাহিদা এক লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।
পিবিএ/এএম

আরও পড়ুন...