দু’হাজার রোগীর জন্য আইসোলেশন ইউনিট গড়ে চমক বাংলাদেশের

পিবিএ,ঢাকা: প্রবল করোনা সংক্রমণের মধ্যে দিয়েই যাচ্ছে বাংলাদেশ। সামাজিক সংক্রমণের কথা আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী শহর বাংলাদেশের করোনা হটস্পট বলে চিহ্নিত। দেশজুড়ে মৃত ১৫০ ছাড়িয়ে আরও বাড়ছে। এই অবস্থায় ২ হাডার রেগীর জন্য় বিরাট আইসোলেশন সেন্টার তৈরি করার কাজে চমকে দিল বাংলাদেশ। দু’হাজার বেডের আইসোলেশন সেন্টারের পাশাপাশি ৭১ বেডের আইসিইউ ইউনিট থাকবে।

চিকিৎসা বেডের পাশাপাশি থাকবে ডাক্তার, নার্স, সার্পোটিং স্টাফদের কেবিনও থাকবে বিবিসি জানাচ্ছে ঢাকায় ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরায় কোভিড নাইনটিন রোগীদের জন্য অস্থায়ী আইসোলেশন ইউনিট প্রস্তুত করার কাজ পুরোদমে চলছে।

তৈরি হচ্ছে বিশাল আইসোলেশন ইউনিট করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হাসপাতাল স্থাপনের কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। বাংলাদেশে করোনা সংক্রমণ যে বিরাট আকার নেবে তা আগেই জানিয়েছিল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা মেনেই লকডাউন চালাচ্ছে বাংলাদেশের সরকার। অভিযোগ, ধর্মীয় ও সামাজিক জমায়েত থেকে ছড়িয়েছে সংক্রমণ বেশি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের দ্বিতীয় করোনা হটস্পট বলে চিহ্নিত।
পিবিএ/এএম

আরও পড়ুন...