পিবিএ,ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার নেত্রী রাশেদা আহমেদ মুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
জাসাস জাতীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক শাহ মো. বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নিউইর্য়ক স্টেট সাংস্কৃতিক সম্পাদক রাশেদা আহমেদ মুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পিবিএ/এমআর