সহি বুখারী শরিফ হাদিসের ৬৫৩ নম্বরে বর্ণিত রয়েছে, প্লেগ বা মহামারিতে আক্রান্ত হয়ে কেহ মৃত্যু বরণ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মওত নছিব করেন। অর্থাৎ মহান আল্লাহ তায়লা তাকে বিনা হিসাবে বেহেশত নছিব করবেন। উত্তরা ১১ নম্বর সেক্টর বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা এহসান উল্লাহ একথা জানালেন।
মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বীর পুলিশ ও চিকিৎসকদের শহিদের স্বীকৃতি প্রদান করা হোক। সেই সাথে অদুর ভবিষ্যতে এই মহামারি করোনায় আক্রান্ত হয়ে যে সব পুলিশ ও চিকিৎসক সদস্য মৃত্যুবরণ করবেন তাদেরকে শহিদের মর্যাদায় দাফনের দাবি জানাচ্ছি।
এই করোনা মহামারিতে ইতমধ্যেই চিকিৎসক ডাঃ মঈন উদ্দিন ও পুলিশের ৪ সদস্য এসআই আব্দুল খালেক, নাজির উদ্দিন কনস্টেবল জসিম উদ্দিন ও আশেক মাহমদু মৃত্যুবরণ করেছেন।
এই মহান মানুষেরা নিজেদের কর্মে নিয়োজিত থেকেই মানুষের জন্য নিজেদের জীবন আত্মবলিদান করেছেন। তাদের এই ত্যাগের স্বীকৃতি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসুল (সাঃ) এর সহি হাদিসেই বর্ণিত রয়েছে। সরকারিভাবেও তাদের এই মর্যাদাই প্রাপ্য। যেভাবে একজন শহিদের পরিবার সরকারিভাবে মর্যাদা পায়। করোনা মহামারিতে মৃত্যুবরণ করা এইসব বীরদের পরিবারও সেইরুপ মর্যাদা পাওয়ার দাবি রাখে।
মানব জাতির এই ক্রান্তি লগ্নে চিকিৎসক ও পুলিশ সদস্যরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত আছেন। সরকারিভাবে আর্থিক প্রনোদণা তাদের পরিবারের জন্য ফলদায়ক হবে। তবে যে মানুষটি আত্মত্যাগ করলেন। তিনি মহান আল্লাহ পাকের কাছে শহিদের মর্যাদা লাভ করবেন। সরকারিভাবেও তাদেরকে শহিদের স্বীকৃতি প্রদান করা হোক।
পিবিএ/শতাব্দী আলম