মন্তব্য প্রতিবেদন

মরনে হবো অক্ষয়, করোনা করবো জয়, যেন পুলিশের প্রত্যয়


শতাব্দী আলম : প্রতিদিন বাড়ছে আক্রান্ত সংখ্যা। সহকর্মী শাহাদৎ বরণ করছে। কেহ নিজের খাবার বিলিয়ে দেন। পশু-পাখিও চিনেছে পুলিশের সেবার দুয়ার। থেমে নেই বিরামহীন পথচলা। মানুষের শান্তির জন্য এই আত্মত্যাগ পৃথিবীতে নোবেল পুরস্কারেও কম মূল্যায়ন করা হবে। মরনো হবো অমর অক্ষয়। তবু করবো করোনা জয়। এই যেন বাংলাদেশ পুলিশের প্রত্যয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন পুলিশ সদস্য শাহাদৎ বরণ করেছেন। সারাদেশে মোট আক্রান্ত ৬শ ৭৭ জন পুলিশ সদস্য। করোনার পরিসংখ্যান যাই হোক না কেন বাংলাদেশ পুলিশের অকুতভয় বীর সেনানীদের দমাতে পারবে না। এমন প্রত্যয় নিয়েই করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা কাজ করছেন।


পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধে জনসাধারণকে সর্তক ও সচেতন করতে বাংলাদেশ সরকারের সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ কাজ করছে। যে কারনে খুব সহজেই কোন না কোনভাবে আক্রান্ত মানুষের সংস্পশে আসছেন তারা। ফলস্রুতিতে পুলিশ সদস্যদের মাঝে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পরছে।

সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় শুধুমাত্র ডিএমপিতে ৬৮ জন পুলিশ সদস্যের মাঝে করোনা সনাক্ত হয়েছে। ডিএমপিতে মোট করোনা আক্রান্ত ৩২৮ জন পুলিশ। সারাদেশে আক্রান্ত সংখ্যা ৬শ ৭৭ জন। তাছাড়া ১৭৪ জন আইসোলেশনে রয়েছেন। আর কোয়ারেন্টাইনে আছেন ১২২৫ জন পুলিশ। ৫৫ জন পুলিশ সুস্থ্যতার মাধ্যমে করোনা জয় করেছেন। নিহত ৪ জন বীর পুলিশ সদস্য শহিদের মর্যাদা নিয়ে ইতমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।


একজন সদস্য আক্রান্ত হবার সাথে সাথে প্রথম সারির একটি গণমাধ্যম অফিস লকডাউন করে পরিমরি বাসায় ছুটলেন। কয়েকটি লকডাউনের ঘোষণার সাথে সাথেই বন্দ ঘোষণা করেছিল। তাছাড়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই বাসায় বসে বেতন গুনছেন। একমাত্র ব্যতিক্রম পুলিশ। তাদের কাজ আরো বেড়েছে। পুলিশ আরো বেশী দায়িত্বশীল। পুলিশ শ্রেষ্ঠ মানবিক হিসেবে আর্বিভুত।

আজ যখন পুলিশ সূত্র থেকে উল্লেখিত পরিসংখ্যান পেলাম। তখন মনে হলো এ শুধু আক্রান্ত, মৃত্যু বা কোয়ারেন্টাইনের পরিসংখ্যান নয়। কেবলমাত্র সংবাদ নয়। আরো বেশী কিছু। এরাই বিশ্ববন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের ধ্বজাধারী। হ্যাঁ এই পুলিশ মানবতার সংগ্রামে এগিয়ে চলা জনতার বন্ধু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ। মানুষের মত মানুষ।

পিবিএ/ভারপ্রাপ্ত সম্পাদক

আরও পড়ুন...