বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার দুই পুলিশ কর্মকর্তা

B-BARIA
ব্রাহ্মণবাড়িয়ার দুই পুলিশ কর্মকর্তা

পিবিএ, ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ বিভাগে মেধা, সততা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আনোয়ার হোসেন খান ও সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর সার্কেলর জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির বাংলাদেশ পুলিশ পদ বিপিএম ও রাষ্ট্রপতি পদক পিপিএম পেতে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশের বিশেষ শাখা (ডিএসবি ) তে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে ৪ ফেব্রুয়ারি পুলিশ সেবা সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানে তাদের হাতে এ পদক তুলে দেবেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম বিসিএস ব্যাচের মেধাবী পুলিশ ক্যাডার মোঃ আনোয়ার হোসেন খান ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মে যোগদান করেন। তিনি বগুড়া, কিশোরগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্ব দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতা, মেধা ও বীরত্বের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) দেওয়া হচ্ছে। পূর্বেও তিনি বিপিএমও পিপিএম পদকে ভূষিত হয়েছেন।

পিবিএ/ ইএইচকে

আরও পড়ুন...