সাকিব ফিরলে দল হবে শক্তিশালী : হাবিবুল বাশার

পিবিএ,ডেস্ক: এ বছরের অক্টোবরে সাকিব মুক্ত হবেন। সময় ঘনিয়ে আসছে। তাই বাড়তি একটা উচ্ছ্বাস নির্বাচক বাশারের মাঝে।

করোনার আগ্রাসনে কিছুটা শঙ্কা থাকলেও, জুলাইয়ে শ্রীলঙ্কা সফর সামনে রেখে যতো পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এমনটাই জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাই ভিন্ন উপায়ে দর গঠন কাজ করছেন নির্বাচকেরা।

এছাড়াও, সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ ৬ মাস পার হওয়ায়, অক্টোবর থেকে পূর্ণ শক্তির দল পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির এই নির্বাচক।

করোনার প্রভাবে পুরো দুনিয়ায় অজানার পথে। ঠিক তেমনি থমকে আছে বিশ্ব। মুখরিত স্টেডিয়ামগুলো এক রকম ভূতুরে অবস্থায়। প্রাণঘাতী এই ভাইরাসে সর্বোচ্চ সর্তক সবাই। স্থগিত হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ সিরিজগুলো। সেই ধারায় স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান, আয়ারল্যান্ড-ইংল্যান্ড ও ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। জুলাই-আগস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। হাতে এখনো প্রায় তিন মাস। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিশ্বাস, তার আগেই পৃথিবী ফিরবে তার আপন রূপে।

গেলো বছরের ২৯ অক্টোবর ছিলো বাংলাদেশের ক্রিকেটে কালো একটি অধ্যায়। ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। শাস্তির মেয়েদের ৬ মাস পেরিয়েছে। আর বাকি ছয় মাস। সর্বশেষ সিরিজগুলোতে বাংলাদেশ দলের পারফরমেন্স মুদ্রার উল্টো পিঠে ফলাফল হওয়ায় সাকিবের অভাব টের পাওয়া গেছে হাড়ে হাড়ে।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান।
পিবিএ/এএম

আরও পড়ুন...