পিবিএ,ডেস্ক: ইফতারের পাতে ভাজাভুজি ছাড়া যেন আমাদের চলেই না। বেগুনি, পিয়াজু, আলুর চপ, ছোলা ইফতারের টেবিলে থাকা যেন বাঙালির ঐতিহ্য। তবে প্রতিদিন একই খাবার খেতে নিশ্চয় ভালো লাগে না। তাই স্বাদ বদলাতে ঝটপট চিড়ার কাকলেট বানিয়ে নিতে পারেন।
অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই কাকলেট। এটি একদিকে যেমন ইফতারে আপনার স্বাদ বদলাবে। অন্যদিকে আপনার সময় বাচিয়ে দেবে অনেকখানি। জেনে নিন রেসিপি-
উপকরণ: চিড়া ২ কাপ, আলু সিদ্ধ ১ টি, ডিম ১ টি, পেঁয়াজ কুচি১ কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনিয়াপাতা কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ,জিরা গুঁড়া আধা চা চামচ,গরম মশলা গুঁড়া ১ চা চামচ, ব্রেডকাম্ব ২ কাপ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে চিড়া ভালোভাবে ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে পানি ঝড়িয়ে রাখুন। এবার চিড়ার সঙ্গে ডিম আর ব্রেডক্রাম্ব বাদে সব উপকরণ মিশিয়ে নিন। ভালোভাবে মেখে অল্প মিশ্রণ নিয়ে পছন্দ মতো কাকলেট বানিয়ে নিন। এইভাবে সব গুলো কাটলেট বানানো হলে ডিম হালকা লবণ দিয়ে ফেটিয়ে কাটলেট গুলো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ফ্রাই প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। কাকলেটগুলো একে একে বাদামি করে ভেজে কিচেন টিস্যুর উপর তুলে নিন। সস বা সালাদ দিয়ে সাজিয়ে গরম গরম ইফতারে পরিবেশন করুন মজাদার চিড়ার কাকলেট।
পিবিএ/এএম