মাকে বাঁচাতে যবিপ্রবি শিক্ষার্থীর আকুতি

পিবিএ,যবিপ্রবি: সানজানা কাদীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মায়ের স্বপ্ন পূরণ করতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সবেমাত্র পা রেখেছে বিশ্ববিদ্যালয়ে। যশোর শহরের কাজীপাড়ায় শিক্ষিকা মা ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোটবোনকে নিয়ে তিনজনের পরিবার। সানজানার মা সবিতা নূর, যবিপ্রবির নিকটস্থ আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। শিক্ষিকা মা ও সানজানার টিউশনির টাকায় চলে ওদের পরিবার।

কয়েকবছর আগে সবিতা নূর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা নেবার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। কিন্তু কিছুদিন আগে তার সুস্থ শরীর হঠাৎ করেই খারাপ হয়ে ওঠে। একটু একটু মাথা ব্যথা, ব্যথা ক্রমশ বৃদ্ধি পেয়ে সহ্যসীমার বাইরে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে ডাক্তারগণ তাকে এমআরআই করার নির্দেশ দেন। রিপোর্টে ধরা পড়ে মরনব্যাধি ব্রেইন ক্যান্সার ।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনাকালীন এ দুর্যোগে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করা সম্ভব হয়নি সবিতার। শারিরীক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় উপায়ান্তর না পেয়ে বেসরকারি ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে খুব দ্রুত অপারেশন করানোর নির্দেশ দিয়েছেন।

অপারেশন ও চিকিৎসা বাবাদ কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। নিজের গচ্ছিত সামান্যকিছু টাকা ও নিজেদের সর্বস্ব বিক্রি করেও এই অর্থ জোগাড় করা সানজানার পক্ষে সম্ভব না ।

শিক্ষার্থী সানজানা কাদীর জানান, “মায়ের অল্প বেতন আর আমার টিউশনির টাকায় বাসা ভাড়া সহ সব খরচ চলে আমাদের। এখন মায়ের ঔষধ, অপারেশন ও চিকিৎসার অন্যান্য খরচ বাবদ প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। নিজেদের যা গচ্ছিত ছিলো তা প্রায় শেষ। এখন বিশ্ববিদ্যালয় পরিবার ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া মায়ের চিকিৎসা করানো সম্ভব না। সৃষ্টিকর্তার রহমত ও সকলের সাহায্য পেলেই মাকে আবার সুস্থ করা সম্ভব হবে বলে জানান তিনি।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ: ০১৯১৫৭৩৮৮৫০ (পার্সোনাল) সানজানা
রকেট: ০১৯১১৪৯৯১১৩-৯ সানজানা
রূপালী ব্যাংক
শহীদ মশিয়ূর রহমান সড়ক, যশোর শাখার
ব্যাংক হিসাব নং- ৩০৫৩০১১০০৪৮৫৯
সবিতা নূর, সানজানার মা (৪৮৫৯)

পিবিএ/মোসাব্বির হোসাইন/এএম

আরও পড়ুন...