পিবিএ,বেনাপোল: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, গত চারদিন পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীনোম সেন্টারে যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ এসেছে। এছাড়াও ঝিনাইদহে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭টি, চুয়াডাঙ্গার ১৩টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১টি নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ এসেছে। ল্যাবে মোট ৯৪ টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে।
এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকেই যশোরে ৬৬ জনের ফলাফল পজেটিভ আসে। আর মাত্র তিনটি নমুনার ফলাফল পজেটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে। এনিয়ে মোট ৬৯ জন যশোরে আক্রান্ত হয়েছেন। যশোর জেলায় ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্ত হওয়া রোগীর বাড়ি জেলার মনিরামপুর উপজেলায়। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে তিন দফায় মোট ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে যশোরের কারো শরীরে করোনার জীবাণু মেলেনি। ফলাফল সবগুলো নেগেটিভ। দুই প্রতিষ্ঠানের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে আকাশ-পাতাল ব্যবধান দেখো যাচ্ছে।
পিবিএ/শেখ নাছির উদ্দিন/বিএইচ