পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটে সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্দোগে ভর্তুকি মূল্যে কৃষকের ধান কাটার জন্য আধুনিক মানের হারবেষ্টর মেশিন প্রদান করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ধানকাটা মেশিনের চাবি কৃষকের হাতে তুলে দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। মোট ৫ টি উপজেলায় ১২ টি মেশিন এসেছে। তারমধ্যে জয়পুরহাট সদওে ৪ টি কালাই উপজেলায় ৩টি , ক্ষেতলাল উপজেলায় ১টি , আক্কেলপুর উপজেলায় ২টি , পাচবিবি উপজেলায় ২টি।
একটি মেশিন ইয়ানমার ১ টির মুল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা এই মেশিন জয়পুরহাট সদরের শিশু উদ্যানের মালিক রফিকুলইসলাম চৌধুরী প্রিন্স ৪ লক্ষ টাকা ডাউন পেমেন্টে তাকে প্রদান করা হয়েছে। তাকে পরিশোধ করতে হবে ১০ লাখ টাকা। বাকী টাকা সরকার বহন করবে। আর ১১ টি মেশিনের মুল্য ২০লাখ ৫০ হাজার টাকা করে প্রতিটির মুল্য, এটা ডিআর ১৫০।
জামালপুর ইউনিয়নের লিয়াকত হোসেনকে ১টি , ও শহিদুল ইসলামকে ১টি , ভাদশা ইউনিয়নের মজিদুলকে ১টি মেশিন বিতরন করা হয়।এগুলোর মুল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। ৫০% পার্সেন্ট মুল্য পরিশোধ করতে হবে। বাকি ৫০% পারসেন্ট সরকার দিবে।আর পাচবিবি উপজেলার ১ টি মেশিন শাহিন চৌধুরীকে দেয়া হয়েছে ।
প্রতি ঘন্টায় ৩ বিঘা কওে ধান কাটা ও মাড়াই করা যাবে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ পরিচালক মেফতাহুল ইসলাম একথা নিশ্চিৎ করেছেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদরউপজেলা নির্বাহী কর্মকর্ত মিল্টন চন্দ্র রায়.সদও উপজেলা কৃষি কর্মকর্তাা কায়সার হোসেন, সহ কৃষি কর্মকর্তাগন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
পিবিএ/আবুবকর সিদ্দিক/এএম