ভুরুঙ্গামারীতে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

পিবিএ,কুড়িগ্রাম: ভুরুঙ্গামারীতে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত ছাড়াই লাশ তড়িঘড়ি করে দাহ করেছে নিহতের স্বজনেরা। উপজেলার বাগভান্ডার গ্রামের শ্রী কার্তিক চন্দ্র সাহার পুত্র পল্লব সাহা (১৪) চলতি বছর ভুরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বুধবার রাত ১১ টা দিকে পড়াশোনা নিয়ে তার মা বকা দিলে অভিমান করে তার রুমে দাদীর কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে পল্লব । খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান,ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের পিতার কোন আপত্তি না থাকায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে থানায় একটি একটি ইউডি মামলা হয়েছে।

পিবিএ/এমআইবি/জেডআই

আরও পড়ুন...