পিবিএ,পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার বড় বিল সংলগ্ন উজিরপুর থেকে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাথে নিয়ে এক কৃষকের প্রায় ৭৫শতক জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেন।
সরেজমিন দেখা যায়, করোনা পরিস্থিতির কারণে উপজেলায় শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে উজিরপুর গ্রামের কৃষক অধির সরকারের ছেলে দুলাল সরকার প্রায় এক বিঘা জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর উপজেলা ছাত্রলীগ নেতা নোমান , সাগররা জানার পর জেলা সভাপতি মেহেদী হাসান রনি’র সাথে আলোচনা করে কৃষক দুলালের ধান কাটার সিদ্ধান্ত নেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা ওই কৃষকের পাকা ধান কেটে বাড়িতে গিয়ে ধান মাড়াই করে দেন।
জেলা সভাপতি মেহেদী হাসান রনি বলেন, করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমাদের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন। ধান কাটায় ছাত্রলীগের প্রায় ২৫ জন কর্মী অংশ নেয়। করোনার কারণে আমাদের এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
এদিকে কৃষক দুলাল সরকার বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে বাড়ি এনে মাড়াই করে ফসল ঘরে তুলে দিয়ে গেছেন। দুলাল সরকার আরোও জানায় ধারদেনা করে দেড় বিঘা জমিতে বেরো ধান লাগিয়েছিলাম। ধান পাকলেও লকডাউন এবং টাকার অভাবে তা কাটতে পারছিলাম না ছাত্রলীগ হামার ঘরোক বাঁচালি ( আঞ্চলিক ভাষা) ছাত্রলীগ আমাদের রক্ষা করল।
পিবিএ/রেজাউল করিম/বিএইচ