ছাত্রলীগ নেতার ইউপি চেয়ারম্যানকে প্রাণ নাশের হুমকি


নাটোর প্রতিনিধি : জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকিতে জীবন সংকটাপন্ন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওছমান গণি ভুইয়া । তিনি নাটোর সদর উপজেলার ৫নং বড় হরিশপুর ইউয়িনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ।

একইসাথে তিনি প্রধানমন্ত্রীর নিকট প্রাণভিক্ষা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চেয়ারম্যান ওছমান গণি ভুইয়া বলেন, প্রায় ১৭ বছর তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি সংসদ সদস্যের রোষানলে পড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু নব্য আওয়ামী লীগারের কারণে তার ও তার পরিবারের সদস্যদের জীবন এখন সংকটাপন্ন ও দূর্বিসহ হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ৬মে দুপুর ১টার দিকে তিনি ইউনিয়ন পরিষদে থাকাকালীন সময়ে জানতে পারেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নের্তৃত্বে তার স্ত্রী ও ছেলেদের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। তার এক ছেলে যুবলীগ নেতা শফিকুল ইসলাম কালিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দেওয়া প্রতিনিয়ত হুমকি ধামকিতে যেকোন সময় প্রাণনাশের আশঙ্কা ও অসহায়বোধ করছেন চেয়ারম্যান ওছমান গণি ভুইয়া। এই অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর নিকট প্রাণভিক্ষা ও ন্যায়বিচার চেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর থানায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মূল আসামী করে ৪জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। কিন্তু গত সম্মেলনে তাকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের ছেলে তরিকুল ইসলাম ভুইয়া উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে আমি জড়িত নই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চেয়ারম্যান ওছমান গণি ভুইয়ার দায়ের করা এজাহারে মূল আসামী রিয়াজুল ইসলাম মাসুমকে আসামী করে মামলা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে যুবলীগ নেতা শরিফুল ইসলাম কালিয়াকে দেশীয় অস্ত্রসহ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এমএ

আরও পড়ুন...