পিবিএ,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে কোলা হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার বিকেলে ৫ম ধাপে উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রাক্তন ছাত্রদের প্রচেষ্টায় চলমান করানোর ভয়াল সময়ে এ পর্যন্ত মোট ৭৮ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রতিটি পরিবারকে ৫,কেজি চাল,২,কেজি আলু, আধা কেজি পিঁয়াজ,আধা কেজি তেল,আধা কেজি ছোলা বুট, আধা কেজি মসুর ডাল, সহ একটি করে লাইফ বয় সাবান বিতরণ করেন।
এছাড়াও এলাকার ১৭টি মসজিদে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন এই তরুন
প্রাক্তন ছাত্ররা।
হাসানুর রহমান হিমু, রকেট খান, কারিম, জাকির,সাদ্দাম, হিটলার, শিপলু,সাব্বির এই উদ্যোমী প্রাক্তন ছাত্রদের প্রচেষ্টায় ও প্রায় ৩০জন যুবকের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী সাধারন মানুষের কাছে পৌঁছে দেয়।
করোনা মহামারী এই সময়ে অসহায় দুঃস্থ কর্মহীন মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে এক দল তরুন প্রাক্তন ছাত্ররা। এলাকার সচেতন মহলের ব্যাক্তিরা এই ছাত্রদের মহৎ কাজের জন্য তাদের ধন্যবাদ জানান এবং এই ধরনের ভালো কাজ তারা সব সময় করুক এই শুভকামনা করেন সুধীজন।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এএম