পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে যশোরের শার্শার ১ হাজার দুস্থ্য পরিবার ও ২৫০ বন্দর শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ শনিবার সকালে বেনাপোল চেকপোষ্টে ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা উপস্থিত থেকে চেকপোষ্টে কর্মরত ২৫০ জন বন্দর শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতারন করেছেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, শার্শার ১৫ টি বিওপি এলাকার মোট ১ হাজার দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি সংস্থা এসব খাদ্য সামগ্রী বিজিবির মাধ্যমে বিতরন করছেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা,উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব ।
অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন করোনা ভাইরাসের কারণে বেনাপোল কর্মরত বন্দর শ্রমিকরা বেকার হয়ে মানবতার মধ্যে জীবন যাপন করছে। এ কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় বিজিবির মাধ্যমে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরন করা হলো।
পিবিএ/শেখ নাছির উদ্দিন/বিএইচ