পিবিএ,শেরপুর: করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদূর্ভাবের কারনে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী ও ম্যাস্ক-হ্যান্ড স্যানিটাইজার জেলা পরিষদের উদ্যোগে বগুড়ার শেরপুরের কর্মহীন হতদরিদ্র ২শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
৯ মে শনিবার সকাল ৯টায় বগুড়ার শেরপুরের উলিপুরস্থ জেলা পরিষদের সদস্যের বাসভবনের কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্রো।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা লিটন সরকার, আরিফ মাহমুদ, রনজিৎ সরকার, দেবব্রত পাল দেবু, মানিক দত্ত, বায়োজিদ হোসেন, সাদমান তাহসানমিন স্পন্দন প্রমুখ।
পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ