মাগুরায় আম পাড়ার ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের লাঠিপেটায় আব্দুর রহিম মোল্যা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রহিম মোল্যা ফুলবাড়ি গ্রামের মৃত দবির মোল্যার ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন মোল্যা ও এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাইল শেখ ও নয়ন শেখ আব্দুর রহিম মোল্যার বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির নারী সদস্যরা বাধা দিলে ইসমাইল ও নয়ন উত্তেজিত হয়ে গালিগালাজ করার পাশাপাশি মারপিট করতে উদ্যত হলে ওই নারী সদস্যরা পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেন। এ সময় আব্দুর রহিম ও তার ছেলে ইয়ামিন মাঠে কৃষি কাজ করছিল।

পরে বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে সন্ধ্যায় বিষয়টি জানার জন্য আব্দুর রহিম ও তার ছেলে ইয়ামিন কাশেম শেখের বাড়িতে যায়। এ সময় কাশেম শেখ তার দুই ছেলে ইসমাইল শেখ ও নয়ন শেখ কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহিম ও তার ছেলে ইয়ামিনকে লাঠিপেটা করে। এতে আব্দরু রহিম ও ইয়মামিন গুরুতর আহত হয়। এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ^াস বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে ইয়ামিন মোল্যা বাদী হয়ে কাশেম শেখসহ তার দুই ছেলে ইসমাইল শেখ ও নয়ন শেখের নামে হত্যা মামলা করেছে। ইতিমধ্যে মামলায় অভিযুক্ত আসামী কাশেম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...