মাগুরায় কৃষকের কাছ থেকে ধান কিনতে উন্মুক্ত লটারি

মাগুরা প্রতিনিধি: সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত লটারি। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্ত প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাছাইয়ের উদ্দেশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে সদর উপজেলার ১৮ হাজার ৯৮৪ জন কৃষক বাছাই করা হয়েছে। যার মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ১ শত ৪৫ জন কৃষক খাদ্য গুদামে সরাসরি ধান দেয়ার জন্য লটারির মাধ্যমে মনোনিত হয়েছেন।

একই ভাবে জেলার অন্য ৩ উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা থেকে কৃষক নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। চলতি মৌসুমে জেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৭২৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...