রাজন্য রুহানি,জামালপুর: দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুর ১ টায় বকুলতলায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সহসভাপতি বিএম রাজন, সিয়াম সাদীসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, করোনা ভাইরাসের আক্রমণের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের করোনা প্রতিরোধকল্পে জনসচেতনতা গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। সেই লক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ ‘আতঙ্কিত নয়, সচেতন থাকুন’ শিরোনামে ২ লাখ প্রচারপত্র সারা জেলায় বিতরণ করা হয়। জেলার প্রতিটি পৌরসভার মেয়রগণ ব্যক্তিগত উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত হাতধোয়া সরঞ্জাম স্থাপন, জীবাণু নাশক ছিটানোসহ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও বিতরণ করেন।
এ পর্যন্ত জেলা সদরে ৫শ সুবিধাভোগী পরিবার, উপজেলা পর্যায়ে বকশীগঞ্জে ২০ হাজার ২শ ৮০টি পরিবার, দেওয়ানগঞ্জে ২ হাজার ৮শ টি পরিবার, ইসলামপুরে নগদ ১৭ লাখ ৬ হাজার ৫’শ টাকা এবং মেলান্দহে নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ ২ হাজার ৫শ ৭০টি পরিবারে চাল, ডাল, আলু, তেল ও লবণ সামগ্রী সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগ ৬শ পরিবারে চাল, ডাল, আলু, তেল ও লবণ সামগ্রী সহায়তা দিয়েছে।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যক্তিগত সহায়তায় আলহাজ্ব মির্জা আজম এমপি নগদ ৪০ লাখ টাকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ১ লাখ ১৫ হাজার টাকা ত্রাণ সহায়তা দিয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী ২০ লাখ টাকা মূল্যের ৩ হাজার সুবিধাভোগী পরিবারকে ও ডা. মুরাদ হাসান এমপি ২৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার সুবিধাভোগী পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। ফরিদুল হক খান দুলাল এমপি ৮২২ টি পরিবারকে নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা ৮শ টাকা, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি ৪৪ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২’শ ৫০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ২ লাখ টাকা মূল্যের ৫শত জন সুবিধাভোগী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, সোহরাব হোসেন বাবুল ৩ লাখ টাকা মূল্যের ৩শ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, ছানোয়ার হোসেন ছানু ৪৮ লাখ ১১ হাজার ৮০ টাকা মূল্যের ১১ হাজার ২শ ৮৪ জন সুবিধাভোগী দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৪ লাখ ৭৮ হাজার টাকা, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮শ জন কে ত্রাণ সামগ্রী বিতরণ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ৩ লাখ টাকা মূল্যের ৬শ ৫০ জন, আবম, জাফর ইকবাল জাফু ২ লাখ টাকা মূল্যের ৪শ জন, শাহরিয়ার উজ্জল ৩ লাখ টাকা মূল্যের ৫ শ জন, আছাদুজ্জামান আকন্দ বাবু, ১ লাখ টাকা মূল্যের ৩ শত জন, শফিক জাহেদী রবিন ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬০ জন, মির্জা কবির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ শত জন, রাজন সাহা রাজু ২ শ জন, ফারহান আহম্মেদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২শত জন, শাহিনুর রহমান ২ লাখ টাকা মূল্যের ১১শত জন, মিঠুন চক্রবর্তী ৪ হাজার জন, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার জন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী নগদ অর্থ ১৫ হাজার টাকা, মাহবুব আনাম বাবলা ৫ লাখা টাকা মূল্যের ৫ শ জন, জীবন ৬ শ জন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. এম এ মান্নান খান ৫০ হাজার টাকা ও ১৫০ জন, আলহাজ্ব আজিজুর রহমান ৪ লাখ টাকা মূল্যের ৪শত জন, ইঞ্জিনিয়ার কামাল নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৩শ জন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও শেখ হাসিনার নির্দেশে এ পর্যন্ত ৭০৪ টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।
পিবিএ/বিএইচ