মৌলভীবাজারে পুলিশসহ নতুন আক্রান্ত সংখ্যা ৫

পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ জেলা সদরসহ তিনটি উপজেলায় নতুন করে পুলিশ ও নার্সসহ ৫ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। নতুন করে আক্রান্তদের বাড়ি রাজনগর, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর উপজেলার । শনিবার (৯ মে) রাত ১১ টার দিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে নতুুন করে পাঁচজনের শরীরে করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল । এদিকে পূর্বেই সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় জেলার সর্বোচ্চ এই চিকিৎসা কেন্দ্রটির চিকিৎসা সেবা সীমীত করা হয়েছে। শুধুমাত্র খোলা রাখা হয়েছে ইমারজেন্সী বিভাগ, করোনা আইসোলেশন ইউনিট ও ডায়ালাইসিস বিভাগ।

পিবিএ/আহাদ মিয়া/বিএইচ

আরও পড়ুন...