পিবিএ,লক্ষ্মীপুর: করোনাভাইরাসের কারণে থমকে গেছে সারা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশেও। যার প্রভাবে লক্ষ্মীপুরে চলছে লকডাউন। আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। অসহায় ও অসচ্ছল ও কর্মহীন পরিবারগুলো। খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মাহে রমজান উপলক্ষে পৌর শহরের উত্তর তেমুহনি,বিসিক শিল্প এলাকায়,ও বাস তার্মিনালের আশপাশের এলাকার গরীব,এতিম,অসহায় মানুষদের মাঝে সবজি মধ্যে , পুঁইশাক,কুমড়ো,লতি,কাঁচা মরিচ,টমেটো,বরবটি,করোলা ও পাঙ্গাস,তেলাপিয়া মাছ উপহার সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগে ১ ম যুগ্ন আহবায়ক রুপম ।
রবিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকার সময় পর্যন্ত লক্ষ্মীপুর পৌর এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে কাঁচা সবজি ও মাছ পৌঁছে দেন তিনি। এছাড়াও তরুণ সদর পূর্ব যুবলীগের এ নেতা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের কর্মহীন ও সমাজের অসহায় মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে এর আগেও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার ধারা অব্যাহত রেখেছেন।
যুবলীগ নেতা ইউনুস হালাদার রুপম পিবিএকে বলেন,আমি আশা করি সমাজের সকল জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন ।
পিবিএ/আলমগীর হোসেন/বিএইচ