নওগাঁয় মেডিকেল অফিসারসহ নতুন করোনা আক্রান্ত ৮

পিবিএ,নওগাঁ: নওগাঁয় মেডিকেল অফিসারসহ নতুন করে আরও ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। রবিবার (১০ মে) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল। সিভিল সার্জন জানান, ঢাকার আইইডিসিআর থেকে সন্ধায় ১৬৫টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৮জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে রিপোর্ট এসেছে।

এগুলোর মধ্যে পত্নীতলা উপজেলায় ৪জন, বদলগাছি উপজেলায় ২জন, মান্দা উপজেলায় ১জন এবং ধামুরহাট উপজেলায় ১জন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার রয়েছেন। আর বাঁকি আক্রান্তরা ঢাকা ফেরত। তবে আক্রান্তদের কারও শরীরে করোনা ভাইরাসের তেমন কোন উপসর্গ নেই। সকলে সুস্থআছন। ইতি মধ্যে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
পিবিএ/সুমন আলী/এএম

আরও পড়ুন...