কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের মাঝে অনুদানের চেক তুলে দেনকুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগরআওয়ামী লীগের সভাপিত আ ক ম বাহাউদ্দিন বাহার।
সোমবার দুপুরে কুমিল্লা শাহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামপ্রাঙ্গনে কর্মহীন ৫০ জন হিজড়া প্রত্যেককে দশ হাজার টাকারচেক তুলে দেন ।
এসময় এপস্থিত ছিলেন কুমিল্লা সমাজসেবা কার্যালয়েরডিডি জেড এম মিজানুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারনসম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় হিজড়াদের উদ্দেশ্যে এমপি বাহার বলেন, করোনা ভাইরাসপ্রাদুর্ভাবের কারনে সকলকে সরকারের সমাজসেবা মন্ত্রনালয় থেকেবিশেষ বরাদ্দের মাধ্যমে অনুদানের ব্যবস্থ করা হয়েছে। এ অর্থহিজড়াদের উপার্জনমুখী কাজে ব্যবহার করে স্বাবলম্বী হওয়ারআহবান জানান তিনি। এ সময় বাইরে ঘুরাঘুরি বন্ধ করে সকলকেঘরে থাকার জন্য কবলে এমপি বাহার।
অর্থ সাহায্য পাওয়া কুমিল্লা হিজড়া সম্প্রদায়ের গুরু মানাদিরা আক্তার বলেন, আমরা অনেক কষ্টকর জীবন পার করছি, করোনারমহাদুর্যোগের সময়ে অর্থ সহযোগিতা করার জন্য এমপিবাহারের প্রতি কৃতজ্ঞতা জানান।
পিবিএ/ মনির হোসেন/ এমএ